স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরকারি কলেজের ভেতর থেকে তিনজন উঠতি বয়সী যুবককে গ্রেফতার করেছে। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের নিকট থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, জেলা গোয়েন্দা পুলিশ একটি টিম গোপন সংবাদ ভিত্তিতে গতকাল বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজের ভেতরে অভিযান চালায়। এ সময় শহীদ মিনারের পেছন থেকে পৌর এলাকার বাগানপাড়ার মামুনুর রশিদের ছেলে শান্ত আহমেদ (২০), বড় মসজিদপাড়ার রশিদুল ইসলামের ছেলে আমির হামজা (২০) ও নাইস হাসানের ছেলে আবির হাসানকে(২৫) গ্রেফতার করে। এসময় ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদেরকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে। তাদেরকে আজ আদালতে সোপর্দ করা হতে পারে।