স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার নুরনগর কলোনিপাড়ার শেফালী খাতুনকে কুপিয়ে জখম করা হয়েছে। একই সময় শেফালীর মাকেও মারধর করা হয়েছে। এলাকার কয়েকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে এসে তাকে কোপানো হয়। শেফালীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্বের ঘটনার জের ধরে তাকে কোপানো হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে জখম শেফালীর ভাই আকরাম হোসেন চুয়াডাঙ্গা সদর থানায় লিখিতভাবে অভিযোগ করেছেন।
অভিযোগসূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেলে নুরনগর কলোনিপাড়ার গোলাম হোসেনের ছেলে লোকমান ও আকমান, মৃত শুকুর আলীর ছেলে সিরাজুল, কালু ড্রাইভারের ছেলে শিলন ও সাদ্দাম ওরফে পিনু, নায়েব আলীর ছেলে সুমন এবং একই পাড়ার বাদশা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আকরাম হোসেনের বাড়িতে এসে গালাগালি করে। এসময় গালাগালি করতে নিষেধ করলে লোকমান লাঠি দিয়ে আকরামের মা সাহিদা খাতুনের মাথায় মারেন। এ সময় সাহিদার মেয়ে শেফালী খাতুন ছুটে এলে তার মাথায় কোপ মারেন হামলাকারীরা। শেফালীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে বলে অভিযোগসূত্রে জানা গেছে।