আলমডাঙ্গা ব্যুরো: স্যার, আমি গরুচোর না, সাইকেল চোর। সাইকেল চুরি করতি চেয়ে রাতি বিচেলপালার পাশে লুকাতে গিইলাম। কিন্তু টিনির উপর পড়ে গেলাম। তখন জোরে শব্দ হলি লোকজন ধরে ফেললো। সবাই মনে করেছে আমি গরু চুরি করতি গিইলাম।’
উপরোক্ত সরল স্বীকারোক্তি দিয়েছেন আলমডাঙ্গা উপজেলার কেষ্টপুর গ্রামের মৃত ভিকু ম-লের ছেলে বাবলু। গত সোমবার দিনগত রাতে জোড়গাছা গ্রামের আব্দুল হামিদের বাড়িতে চুরি করতে গেলে তাকে গ্রামবাসী আটক করে পুলিশের হাতে তুলে দেয়। গতকাল মঙ্গলবার সকালে তাকে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ খানের সামনে উপস্থিত করা হলে বাবলু সহজ সরলভাবে উপরোক্ত কথা স্বীকার করে।