মহেশপুর প্রতিনিধি: সোমবার দিনব্যাপী মহেশপুর শ্যামকুড় ইউনিয়ন পরিষদের হলরুমে মানবপাচার প্রতিরোধে সিটিসি সদস্যদের নিয়ে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান আমান উল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ইউনিয়নের সকল সিটিসি সদস্যগণ। প্রশিক্ষণটি পরিচালনা করেন আরডিসির ইউনিয়ন ফ্যাসিলিটেটর নজরুল ইসলাম ও রাইটস যশোরের প্রোগ্রাম অফিসার শাওলী সুলতানা এবং তৌহিদুল আলম। প্রশিক্ষণে মানবপাচার ও অনিরাপদ অভিবাসনের ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয় এবং অনিরাপদ অভিবাসন ও মানবপাচার প্রতিরেধের জন্য কমিটির সদস্যদেরকে এলাকার জনগণকে সাথে নিয়ে নিবিড়ভাবে কাজ করার জন্য পরামর্শ দেয়া হয়। উল্লেখ্য, প্রকল্পটি জার্মান ভিত্তিক অড়ি ওহঃবৎহধঃরড়হধষ এর অর্থায়নে মানবাধিকার সংগঠন আরডিসি ও রাইটস যশোর বাস্তবায়ন করছে।