বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর বেগমপুর ক্যাম্প পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে আকন্দবাড়িয়া গ্রামের মাদক সম্রাট লিটনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত লিটনের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক থানায় সোপর্দ করেছে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর বেগমপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই রবিউল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে মাদকবিরোধী অভিযান চালান আকন্দবাড়িয়া গ্রামের গাঙেরধারপাড়ায়। এসময় পুলিশ গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে চিহ্নিত মাদককারবারি লিটনকে ২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত লিটনের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়।