আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার হাটুভাঙ্গা মাতাভাঙ্গা নদীতে সেতুর পাশ থেকে অবৈধভাবে মাটি খননের অভিযোগ উঠেছে। এতে বর্ষার সময় সেতুর পাশ থেকে মাটি ধসে যেতে পারে। এতে রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভবনা রয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার গৌরবময় নদী একমাত্র মাথাভাঙ্গা, এ নদীর উপর এলাকার মানুষের দুর্ভোগের জন্য ২০০৮ সালে হাটুভাঙ্গা নামকস্থানে একটি সেতু নির্মাণ করা হয়। প্রতিদিনে ওই সেতুর উপর দিয়ে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজার থেকে আলমসাধু, ইজিবাইক ও বিভিন্ন প্রকার যান চলাচল করে। গতদিন দশেক ধরে হাটুভাঙ্গা গ্রামের ফজলুল হকের ছেলে সাজেত সেতুর পাশে খনন করে মাটি উত্তোলন করছে।
এ বিষয়ে মানিদিয়া গ্রামের আবু তাহের ছেলে সিকেনদ্দার বলেন, যেভাবে সেতুর পাশ থেকে খনন করে মাটি উত্তোলন করা হচ্ছে এবার বর্ষা এলে পানি যখন নদীতে নামবে তখন সেতুটি ধসে যাওয়ার সম্ভাবনা বেশি। আমতৈল গ্রামের সুকলাল হোসেনের ছেলে বিল্লাল, একই গ্রামের মজিদ মিয়ার ছেলে মামুন বলেন, এভাবে নদী থেকে মাটি কেটে ওরা নিজের কাজ সারছে। কিন্তু বর্ষাকালে যখন নদীতে বর্ষার পানি নামবে তখন এ ব্রিজ ধসে যাবে।