মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার খুদিয়াখালী আশ্রয়ণের অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে এসে দাঁড়িয়েছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে তিনি আশ্রয়ণে উপস্থিত হয়ে নগদ অর্থ, কম্বল, শাড়ি ও লুঙ্গী সহায়তা দেন। গত শুক্রবার গভীর রাতে আলমডাঙ্গার মুন্সিগঞ্জ পশুহাটস্থ খুদিয়াখালী আশ্রয়ণে আগুন লেগে পশ্চিম পাশের একটি ব্যারাকের ১০টি ঘরে ১১টি পারিবারের ঘরগুলো আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা পরিষদ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে এসে দাঁড়ায়। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার সেলুন এমপি খুদিয়াখালী আশ্রয়ণে ছুটে যান ও অসহায় পরিবারগুলোর লোকজনের সাথে কথা বলেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান ও নগদ অর্থ, শাড়ি, লুঙ্গী ও কম্বল প্রদান করেন। এছাড়া আগুনে ভস্মীভূত হওয়া ঘরগুলো মেরামত করে দেয়ার আশ্বাস দেন। এ সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, হাসানুজ্জামান হান্নান, মতিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা আনছার আলী মাস্টার, সালাউদ্দিন, হাসেম মাহমুদ, মতিন মেম্বার, আবুল কালামসহ স্থানীয় নেতা কর্মীবৃন্দ।