ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও লোকবল সঙ্কট: ভোগান্তিতে রোগীরা

কালীগঞ্জ প্রতিনিধি: লোকবল ও চিকিৎসক সঙ্কটে ব্যাহত হচ্ছে ঝিনাইদহের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা। ৯ জন কনসালটেন্ট ও ২১ জন চিকিৎসক থাকার কথা থাকলেও সেখানে মাত্র তিনজন ডাক্তার দিয়ে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এতে করে ভোগান্তিতে পড়ছেন রোগীরা। তবে কর্তৃপক্ষ লোকবল সঙ্কটের কথা স্বীকার করলেও সেবা নিম্নমানের মানতে নারাজ।
কালীগঞ্জ উপজেলার সাড়ে চার লাখ মানুষের চিকিৎসাসেবা দিতে গড়ে তোলা হয় ৫০ শয্যা বিশিষ্ট কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে লোকবল ও চিকিৎসকের অভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। কাক্সিক্ষত সেবা না পাওয়ায় ভোগান্তিতে পড়েছে রোগীরা। হাসপাতালের ওয়ার্ডগুলি অস্বাস্থ্যকর পরিবেশ, রোগীদের দেয়া হয় নিম্নমানের খাবার এমন অভিযোগ আছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। চিকিৎসা নিতে আশা রিপন হোসেন বলেন, হাসপাতালে ডাক্তার না থাকার কারণে ক্লিনিকে যাচ্ছি। ডাক্তার না থাকায় রোগীরা চরম ভোগান্তিতে পড়েছে। তবে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানালেন, লোকবলের সীমাবদ্ধতা থাকলেও রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন তারা। আর চিকিৎসক সঙ্কটের বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে।