মেহেরপুর অফিস: মেহেরপুর পৌরসভার উদ্যোগে মন্দির সংস্কারের জন্য অনুদান প্রদান করা হয়েছে। গতকাল সোমবার রাতে মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন শহরের ৫টি মন্দিরে ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন। তিনি মন্দির কমিটির কাছে এসব অনুদান প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শাকিল রাব্বি ইভান, সৈয়দ বাপ্পি। অনুদান প্রাপ্ত মন্দিরগুলো হলো- মেহেরপুর শহরের কালি মন্দির, নায়েব বাড়ি মন্দির, শ্মশান মন্দির, হরিসভা মন্দির ও মালোপাড়া মন্দির।