কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় জুয়াদ আলী নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে ভেড়ামারা-প্রাগপুর সড়কের সাতবাড়িয়া ডাকের বাড়ির নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়াদ আলী দৌলতপুর উপজেলার কল্যাণপুর গ্রামের আয়ুব আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, জুয়াদ আলী ভেড়ামারা বাজার থেকে সবজি ক্রয় করে নিজ বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে সবজি ব্যবসায়ী জুয়াদ আলী গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ভেড়ামারা ষোলদাগ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান। খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ নিহত জুয়াদ আলীর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। ভেড়ামারা থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।