স্টাফ রিপোর্টার: ভারতের নদীয়া জেলার রানাঘাটে অনুষ্ঠিত চুয়াডাঙ্গা ফিউচার ফুটবল একাডেমি ও স্বাগতিক দলের মধ্যে দ্বিতীয় ও শেষ ম্যাচ ড্র হয়েছে। গতকাল ছিলো ৩ ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। ম্যাচটি ভারতীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে রানাঘাট স্টেডিয়ামে শুরু হয়। খেলাটি অনুষ্ঠিত হয় রানাঘাট ফ্রেন্ডস ক্লাবের বিপক্ষে। দলের সঙ্গে থাকা টিম লিডার রুবায়েত বিন আজাদ সুস্থির ভারত থেকে জানান, গতকালের খেলাটি ০-০ গোলে ড্র হয়।
এদিকে গত পরশু ভারতের নদীয়া জেলার বাদকুল্লাহর মিলন সংঘ মাঠে স্বাগতিক ভাতৃসী সংয়ের মধ্যে অনুষ্ঠিত খেলা ১-১ গোলে ড্র হয়। মাতৃসী সংঘের পক্ষে গোল করেন স্ট্রাইকার রাজেশ দেবনাথ ও ফিউচার ফুটবল একাডেমির পক্ষে গোলটি করে শিলন। খেলার আগে মিলন সংঘ মাঠে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কৃতি ফুটবলার মাহমুদুল হক লিটনকে সংবর্ধনা দেয়া হয়। তার গায়ে ভারতীয় জাতীয় পতাকা জড়িয়ে দেয়া হয়। দেয়া হয় শুভেচ্ছা স্মারক হিসেবে সম্মাননা সূচক ব্রঞ্জের মেডেল। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ক্লাবের সভাপতি নিমাই ঘোষ, সাধারণ সম্পাদক বাবু ঘোষ, স্পোর্ট সেক্রেটারি ড. জয়ন্ত কুমার দেবনাথ, ইস্টার্ন রেলের সাবেক কৃতি ফুটবলার বিষে পাল, ভাতৃসী সংঘের সভাপতি অলকিন্দ দাস, সাধারণ সম্পাদক সুবির ভৌমিক সোনা, অ্যাড. বিজয় ম-ল, সমাজসেবক কৌশিক, ফিউচার ফুটবল একাডেমির ম্যানেজার আসাবুল হক প্রমুখ।