ঝিনাইদহ প্রতিনিধি: নিরপদ সড়ক চাই (নিসচা)’র চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন একুশে পদক প্রাপ্তিতে মনোনীত হওয়ায় ঝিনাইদহে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। নিসচা জেলা শাখার উদ্যোগে সোমবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টুসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।