ঝিনাইদহ প্রতিনিধি: ২০ ঘণ্টার ব্যবধানে ঝিনাইদহে পানচাষি জালাল উদ্দিন হত্যার মূলহোতা মোকিম চোরসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও র্যাব পৃথকভাবে অভিযান চালিয়ে গতকাল সোমবার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো শহরের ব্যাপারীপাড়ার আব্দুল হামিদের ছেলে মেহেদি হাছান ওরফে মোকিম, জামাত আলীর ছেলে জীবন, আব্দুল মালেকের ছেলে অপু ও মৃত আইয়ুব হোসেনের ছেলে কাজী ফারুক হোসেন। এরা সবাই শহরে চাঁদাবাজি, ছিনতাই, চুরি, ডাকাতি, মাদকসহ নানা ধরণের অপরাধের সাথে জড়িত বলে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার খোদাদাদ হোসেন জানান। তাদের স্বীকারোক্তিতে ব্যাপারীপাড়ার একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার করা হয় হত্যাকা-ে ব্যবহৃত রক্তমাখা ছুরি। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, রোববার ভোররাতে শহরের কেসি কলেজের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন সদর উপজেলার কাশিপুর গ্রামের পানচাষী জালাল উদ্দিন।