স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরকারি কলেজে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপন উপ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে কলেজ অধ্যক্ষের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর কামরুজ্জামান ও অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান। সভায় আগামী ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামী ২১ ফেব্রুয়ারি দিনের শুরুতে সকাল ৭টায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে একুশের গান দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা, উদিচী শিল্পীগোষ্ঠির উপস্থাপনা, আবৃত্তি পরিষদ ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিল্পিদের গান পরিবেশনা। অনুষ্ঠানকে সচল রাখতে বিদ্যুত সরবরাহ করবে জেলা তথ্য অফিস। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান ছাড়াও উপ-কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।