স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে দ্বিতীয় তলায় ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি নূরুল ইসলাম মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ফখরুল ইসলাম, চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুন্সী জাহাঙ্গীর আলম মান্নান। আলোচনা সভায় ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়।