স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শহরের নূরনগর কলোনির শহিদুল ইসলামকে (৫৫) আটক করে মামলাসহ সদর থানায় হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার গুপযুরে তাকে ১শ গ্রাম গাঁজাসহ আটক করে মামলাসহ সদর থানায় দেয়া হয়। গতকালই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। শহিদুল ইসলাম নূরনগর কলোনির আবুল কাশেমরে ছেলে। শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা বিক্রেতা হিসেবে চিহ্নিত বলেও জানিয়েছে পুলিশ।