দৌলতপুর প্রতিনিধি: দৌলতপুর খলিসাকুণ্ডি থেকে একটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ১০টার দিকে খলিসাকুণ্ডিকাঁচা বাজারের সম্মুখে একটি দোকানের সামনে থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে খলিসাকুণ্ডি ক্যাম্প পুলিশ।
স্থানীয়রা জানায়, গতকাল সোমবার ভোরে কুষ্টিয়া দৌলতপুর খলিসাকুণ্ডি কাঁচা বাজারের সামনে চট ব্যবসায়ী মনিরুল ইসলামের দোকান। সেই দোকানের দরজার সাথে একটি সপিংব্যাগ থেকে লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমা সাদৃশ্য বস্তু কাঁচা বাজারে কর্মরত সর্দাররা দেখতে পাই। এসময় খলিসাকুণ্ডিপুলিশ ক্যাম্পে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ লাল স্কচটেপ দিয়ে জড়ানো বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করে।
খলিসাকুণ্ডি পুলিশ ক্যাম্পের ইনর্চাজ এএসআই সিহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।