আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার স্টেশনপাড়ার মৃত গোলাম জাকারিয়া জোয়ার্দ্দার মাস্টারের স্ত্রী শাহানা আক্তার ডলি আর নেই (ইন্নালিল্লাহে……….রাজেউন)। গতকাল সোমবার সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্ট্রোকে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৪ বছর। পরিবারসূত্রে জানা গেছে, গত ৮-১০ বছর পূর্বে তিনি ১ম বার স্ট্রোকে আক্রান্ত হন। এরপর গত ১০-১১ দিন পূর্বে তিনি ২য় বার স্ট্রোকে আক্রান্ত হলে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। গতকাল রাত ৯টায় লাশ আলমডাঙ্গাস্থ বাড়িতে পৌঁছে। সাড়ে ৯টায় ওয়াপদা সংলগ্ন জামে মসজিদে ১ম বার ও রাত সাড়ে ১০টায় উপজেলার চিলাভালকী গ্রামের বাড়িতে ২য় বারের মতো জানাজা শেষে পারিবারিক গোরস্তানে লাশ দাফন করা হয়েছে। মরহুমার জানাজায় গ্রামবাসী, আত্মীয়-স্বজনসহ উল্লেখযোগ্য মানুষের উপস্থিতি ঘটে। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন বড় ছেলে শিমরুল হাসান রাজিব জোয়ার্দ্দার।
ছবিঃ শাহানা আক্তার ডলি।