বাজার গোপালপুর: প্রতিনিধি: ঝিনাইদহ বাজার গোপালপুর গ্রামের আক্কাচ আক্কাচ আলীর জীবনে গলার টিউমারই কাল হলো। টিউমার অপারেশন করাতে গিয়ে ৩ সন্তানের জনক আক্কাচ আলী মারা গেছেন। গত রোববার রাতে তিনি মারা যান। আক্কাচ আলী বাজার গোপালপুর গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে। গত রোববার সকালে পরিবারের সদস্যদের সাথে নিয়ে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন করাতে যান। আক্কাচের ছেলে মিন্টুর অভিযোগ অপারেশনের সময় ডাক্তার গলার গুরুত্বপূর্ণ শিরা কেটে ফেলায় প্রচুর রক্তক্ষরণের কারণে তিনি মারা যান।