গ্যাস লাইটেই নিভে গেল অনিলের জীবন
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রয়েড়া গ্রামে বিড়ির আগুনে পুড়ে রোববার সকালে শ্রী অনিল কুমার বিশ্বাস (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত কালাচাঁদ বিশ্বাসের ছেলে। ছেলে কৃষ্ণ বিশ্বাস জানান, দেড় মাস আগে তার বাবার ব্রেইন স্ট্রোকে স্মৃতি বিভ্রাট ঘটে। শনিবার বিকেলে তিনি নিজ ঘরে ধুমপানের জন্য ম্যাচ জ্বালান। এ সময় অসাবধানতাবশত আগুন তার গায়ের চাঁদরে ধরে যায়। কৃষ্ণ বিশ্বাস আরও জানান, আগুনে তার বাবার গোটা শরীর ঝলসে যায়। সন্ধ্যায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে রোববার সকাল ৯টার দিকে মারা যান। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাইম সিদ্দিকী জানান, অনিল কুমারের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে মারাত্মক দগ্ধ হন। তাকে ঢাকায় রেফার্ড করার আগেই রোববার সকালে মৃত্যুবরণ করেন। এ বিষয়ে শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, আগুনে পুড়ে মারা যাওয়ার কোনো সংবাদ তিনি অবগত নন।