মেহেরপুর বুড়িপোতায় বিজিবির মতবিনিময় সভা

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গবাদি পশু চোরাচালানরোধে এবং সীমান্তে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে একসভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার বিকেলে ৬ ব্যাটালিয়ন বর্ডার গার্ড চুয়াডাঙ্গার পরিচালক লে. কর্ণেল মো. ইমাম হাসান মৃধা মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। বুড়িপোতা ইউপি চেয়ারম্যান মো. শাহ জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, বুড়িপোতা কোম্পানি কমা-ার সুবেদার শেখ এসকে সিনহা, বুড়িপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী, ইউপি সদস্য শরিফুল ইসলাম। মতবিনিময় সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি লে. কর্ণেল মো. ইমাম হাসান মৃধা সীমান্তে গবাদি পশু চোরাচালান রোধ এবং সীমান্তে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেজন্য গোপন তথ্য দেয়ার জন্য সকলকে আহ্বান জানান।