মেহেরপুর অফিস: মেহেরপুর ডিবি পুলিশ ১০ পিস ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ডিবি পুলিশের এসআই মীর মেজবাউল দারাইন সঙ্গীয় ফোর্স নিয়ে মেহেরপুর শহরের সার্কিট হাউজপাড়ার চাঁদ আলীর বাড়িতে অভিযান চালায়। এসময় চাঁদ আলীর ছেলে হাফিজুল ইসলাম হেপি (৩৫) ও সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের অওলাদ মল্লিকের ছেলে জামিরুল ইসলাম খোকন (৩৫) কে ১০ পিস ইয়াবাসহ আটক করে। ওই রাতেই তাদের দু’জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সদর থানা পুলিশে দেয়া হয়। মেহেরপুর সদর থানা পুলিশ গতশনিবার আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠিয়েছে।