দর্শনায় প্রবীণদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে রফিকুল হাসান
দর্শনা অফিস: প্রবীণ জনগোষ্ঠি এখন আর কারও বোঝা নয়। এলাকার প্রবীণদের সব ধরণের সুযোগ-সুবিধা নিশ্চিত করণে কাজ করছে ওয়েভ ফাউ-েশন। গ্রাম, মহল্লা, ইউনিয়ন ও পৌরসভাভিত্তিক প্রবীণ কমিটি গঠনের মাধ্যমে শক্তিশালী করে তোলা হচ্ছে প্রবীণদের। বিভিন্ন সভা-সমাবেশ ও কর্মসূচিতে প্রবীণদের অংশগ্রহণ করা হচ্ছে নিশ্চিত। এরই অংশ হিসেবে এবার দর্শনায় ১১ জন প্রবীণকে সম্মাননা প্রদান করা হয়।
গতকাল রোববার বিকেলে দর্শনা পুরাতন বাজার সোসাইটি চত্বরে অনুষ্ঠিত প্রবীণদের সম্মননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান বলেন, প্রবীণরা হচ্ছে আমাদের শিক্ষাগুরু। তাদের হাত ধরেই বেড়ে উঠেছি আমরা। কর্মজীবন শেষ করে সংসারের বোঝায় পরিণত হয় প্রবীণদের কেউ কেউ। তাদের বিনোদন ও সামাজিক কর্মকা-ে অংশগ্রহণসহ আড্ডার জন্য দামুড়হুদা প্রতিটি উপজেলা প্রবীণ ক্লাব গড়ে তোলা হবে। এছাড়া দর্শনায় ১০ শতক জমির ওপর প্রবীণ ক্লাব প্রতিষ্ঠার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রবীণদের কোনো অবহেলা নয়, তাদের সম্মানের স্থানে রাখাই আমাদের নৈতিক দায়িত্ব। আসুন প্রবীণদের যথাযথ মর্যাদার আসনের বসিয়ে তাদের ন্যায্য অধিকার দিই। পিকেএসএফ ও ওয়েভ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত প্রবীণদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, দর্শনা পৌর প্রবীণ কমিটির সভাপতি, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোশাররফ হোসেন। ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিকেএসএফের ব্যবস্থাপক মনির হোসেন, ওয়েভ ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়কারী আনিসুর রহমান, পৌর প্রবীন কমিটির সাধারণ সম্পাদক হাজি আকমত আলী, কবি ও সাহিত্যিক আবু সুফিয়ান, হাজি সহিদুর রহমান, হাজি জাহিদুল ইসলাম। পরে ঈমান আলী, হাজি আকমত আলী, কাউসার আলী শাহ, আব্দুস সাত্তার মাস্টার, আব্দুর জব্বার, হাজি এরশাদ মাস্টার, আব্দুস সালাম, দ্বিন মোহাম্মদ, আবু ওয়াছে, জাহিদুল ইসলাম ও শাহদত হোসেনকে সম্মননা স্মারক, সনদপত্র ও অর্থ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বদর উদ্দিন, নজরুল ইসলাম, সরোয়ার হোসেন, আব্দুল হান্নান, ফরজ আলী, হাবিবুল্লাহ, হাজি শাহজাহান প্রমুখ।