চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ বিভিন্নস্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্মারকলিপি পেশ

????????????????????????????????????

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ বিভিন্নস্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্মারকলিপি পেশ করা হয়েছে। গতকাল রোববার দলের নেতৃবৃন্দ জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি পেশ করেন।
প্রেসবিজ্ঞপ্তিসূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজানো মামলায় সাজার প্রতিবাদে ও মুক্তির দাবিতে স্মারকলিপি পেশ করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নিকট জেলা বিএনপির নেতৃবৃন্দ এ স্মারকলিপি পেশ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মজু, সদর পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম রতন, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর মন্টু, আলমডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, জেলা বিএনপির সদস্য এমদাদুল হক ডাবু, আইনজীবী ফোরমের নেতা অ্যাড. ময়নুল হোসেন, অ্যাড. আনসার আলী, অ্যাড. বদিউজ্জামান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম লিটন, জেলা যুবদল নেতা আশরাফ বিশ্বাস মিল্টু, মাগরিবুর রহমান, জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফ উর জামান সিজার, যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম জাহিদ প্রমুখ।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির অপরাংশ জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলায় সাজার প্রতিবাদে ও নিঃশর্তে মুক্তির দাবিতে তারা এ স্মারকলিপি পেশ করেছেন। গতকাল রোববার জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করেন। এসময় উপস্থিত ছিলেন সদর থানা সভাপতি অ্যাড. শাহাজাহান মুকুল, সদস্য রবিউল ইসলাম বাবলু, পৌর বিএনপি নেতা আওরঙ্গজেব বেল্টু, পৌর বিএনপির সহসভাপতি ইনতাজ আলী, যুবদলের আহ্বায়ক খালেদ মাহমুদ মিল্টন, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহেদ মো. রাজীব খান, ছাত্রদল নেতা শাহাজাহান খান, পৌর যুবদল নেতা, আজিজুর রহমান ও জেলা ছাত্রদল সদস্য খন্দকার আরিফ।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানর্প্বূক সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। পরে মাসুদ অরুনের নেতৃত্বে জেলা প্রশাসনের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়। মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় জেলা বিএনপির সহসভাপতি ইলিয়াস হোসেন, আনছার উল হক ও শেখ সাঈদ আহমেদ, সাংগাঠনিক সম্পাদক রোমানা আহমেদ রুমা (মেহেরপুর সদর) ও জুলফিকার আলী ভুট্টো (গাংনী), যুগ্ম সম্পাদক আব্দুল আওয়াল, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে মাসুদ অরুনের নেতৃত্বে জেলা বিএনপির নেতা-কর্মীরা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন।