কেরুজ চিনিকল পরিদর্শনকালে করপোরেশনের পরিচালক মোশাররফ হোসেন
দর্শনা অফিস: কেরুজ চিনিকলের ২০১৭-১৮ আখ মাড়াই মরসুমের শেষের দিকে পরিদর্শন করলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক মোশাররফ হোসেন। চিনিকলের বিভিন্ন বিভাগ পরিদর্শনের পাশাপাশি কর্মকর্তাদের সাথে নিয়ে মাঠ পরিদর্শন করেছেন। সেই সাথে করেছে আখ রোপন। গতকাল রোববার বেলা ১১ টার দিকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (ইক্ষু ও গবেষনা), কেরুজ চিনিকলের সাবেক মহাব্যবস্থাপক (কৃষি) মোশাররফ হোসেন গাড়িবহরযোগে কেরুজ অতিথি ভবনে পৌছুলে কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছাসহ বরণ করেন। সাড়ে ১১টার দিকে কর্মকর্তাদের সাথে বৈঠকে মোশাররফ হোসেন বলেন, চিনি শিল্পের মেরুদ- ভেঙে গেছে। চরম বিপর্যয়ের মুখে আজ দেশের চিনি শিল্প। চিনি শিল্পকে বাঁচাতে সরকার গ্রহণ করেছে নানামুখি পদক্ষেপ। রুগ্ন শিল্পকে রক্ষায় শ্রমিক-কর্মচারি ও আখচাষিদের সুবিধার্থে যে সাশ্রয়নীতি গ্রহণ করা হয়েছে তা পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে। এ মিলের লোকসানের বোঝা কমাতে শ্রমিক-কর্মচারি ও কর্মকর্তাদের আরও দক্ষ, কর্মঠ্য, দূরদর্শিতা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। আখচাষিরাই মিলের প্রাণ। তাই আখচাষিদের সাথে সাথে শ্রমিক-কর্মচারিদেরকেও আখচাষ করা বাধ্যতামূলক এ সিদ্ধান্ত বলবৎ রাখা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে কেরুজ চিনিকলকে মডেল হিসেবে তুলে ধরা হবে গোটা দেশে। একটি কথা মনে রাখবেন, সরকারের মূল্যবান সম্পদ, এ অঞ্চলের অর্থনৈতিক চালিকাশক্তি কেরুজ চিনিকলকে রক্ষার্থে সকলকে এগিয়ে আসতে হবে। এসময় উপস্থিত ছিলেন কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এনায়েত হোসেন, মহাব্যবস্থাপক (অর্থ) মোশারফ হোসেন, মহাব্যবস্থাপক (ডিস্টিলারি) ফিদাহ হাসান বাদশা, মহাব্যবস্থাপক (প্রশাসন) মনোয়ারুল ইসলাম, মহাব্যবস্থাপক (কারখানা) আনোয়ার কবির, মহাব্যবস্থাপক (কৃষি) কেএম সরোয়ারদি, ডিজিএম সম্প্রসারণ সাজ্জাদ হোসেন খান, উপ-ব্যবস্থাপক (বাণিজ্যিক) শেখ শাহবুদ্দিন, কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, যুগ্মসম্পাদক খবির উদ্দিন প্রমুখ। আলোচনা শেষে কর্মকর্তাদের সাথে নিয়ে উজলপুর দুটি জমিতে ইক্ষু রোপন উদ্বোধন করেছেন মোশাররফ হোসেন।