চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযান
বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহাবুবুর রহমানের নির্দেশে গোয়েন্দা পুলিশ উজলপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ মাদক সম্রাট মন্টুকে গ্রেফতার করেছে। গ্রেফতাকৃত মন্টুর বিরুদ্ধে মামলাদায়ের পূর্বক চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করেছে।
চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের এসআই ইব্রাহীম ও এএসআই শফিকুর রহমান শফি গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল রোববার বিকেল ৩টার দিকে মাদকবিরোধী অভিযান চালান বেগমপুর ইউনিয়নের উজলপুর গ্রামের দক্ষিণপাড়ায়। এসময় পুলিশ গ্রামের আবুল হোসেনের ছেলে এলাকার চিহ্নিত মাদককারবারী মাদকসম্রাট মন্টুকে (৪৫) গ্রামের একটি বাগান থেকে ৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মন্টুর বিরুদ্ধে মামলাদায়ের পূর্বক চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করে পুলিশ।