আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ মাদকসেবীকে আটক করেছে। গতপরশু রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর গ্রামের দুলাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম, একই গ্রামের কাইয়ুম আলীর ছেলে সিলিম, জুড়োনের ছেলে আকাশ ও মুকুলের ছেলে নাইম, উপজেলার প্রাগপুর গ্রামের আবুল কাসেমের ছেলে হালিম ও চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে মিলন। গতপরশু রাতে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে নিয়ে আসে। গতকালই তাদের সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।