মেহেরপুর অফিস: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মেহেরপুরে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবন মেলা শুরু হয়েছে। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। গতকাল শনিবার সকাল ১০টায় শহরের শহীদ ড. সামসুজ্জোহানগর উদ্যানে প্রধান অতিথি মেলার উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, স্থানীয় সরকারের উপপরিচালক খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ফরিদ উদ্দিন, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, সরকারি কলেজের সহকারী অধ্যাপক হাসানুজ্জামান মালেক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক কমান্ডার বশির আহম্মেদ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ মো. আসকার আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া প্রমুখ। পরে জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম ও জেলা প্রশাসন মেহেরপুরের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। মেলায় ৫৪টি স্টলে তরুণ উদ্যোক্তা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারের বিভিন্ন দফতর তাদের উদ্ভাবনী ও সরকারের ডিজিটাল বিষয়ক সাফল্য তুলে ধরে। মেলা চলবে আগামী ১৯ ফেব্রুয়ারী পর্যন্ত।
প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ ডিজিটাল। এই ডিজিটাল বাংলাদেশের বেকার যুবক-যুবতীরা কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। এর মাধ্যমে নতুন নতুন কাজ খুঁজে নেবে তারা।