জীবননগর ব্যুরো: জীবননগর পোস্টঅফিসপাড়ায় অবস্থিত বাড়ি ও জমি নিয়ে চরম বিপাকে পড়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা। গতকাল শনিবারও তার বাড়িসহ জমি দখলে নিতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এসময় দু’জন আহত হয়েছে। এর মধ্যে একজন হাসপাতালে ভর্তি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা অভিযোগ করে বলেন, তার পিতা মৃত মেহের আলী মিয়া স্বাধীনতার পূর্বে জীবননগর পোস্টঅফিসপাড়ায় তাদের তিন ভাইয়ের নামে জমি কিনে দেন। এ জমিতে তাদের বাসা রয়েছে। একই পাড়ার করিমনচালক কামাল এ জমি তাদের দাবি করে দীর্ঘদিন ধরে জবর দখলের অপচেষ্টা করে আসছে। কামাল বর্তমানে জেলে রয়েছে। এ অবস্থায় বাসার ভেতর কাজ করাকালে কামালের স্ত্রী ও মাসহ ৪-৫ জন মহিলা একজোট হয়ে বাসার ভেতরে জোরপূর্বক ঢুকে তার ভাই বাবুকে পিটিয়ে আহত করে। হামলাকালে কামালের স্ত্রী রক্তাক্ত জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। গোলাম মোর্তূজা অভিযোগ করে বলেন, কামাল দীর্ঘদিন ধরে তার জমিসহ বসতবাড়ি জবর দখল করতে হামলা ও অশ্লীলভাষায় গালিগালাজ করে আসছে। এ জমি তার এর স্বপক্ষে কোনো কাগজপত্রও সে দেখাতে পারছে না। আথচ আমাকে নানাভাবে হয়রানী করা হচ্ছে। তিনি এর প্রতিকার দাবি করেছেন।