জীবননগর ব্যুরো: জীবননগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। চুয়াডাঙ্গার নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদলতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিপনণের অভিযোগে মুজাহিদ ফুডকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার সকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সূত্রে জানা যায়, জীবননগর বাজারের চ্যাংখালী সড়কের ইসলামপুরে অবস্থিত মুজাহিদ ফুডের কারখানায় অস্বাস্থ্যকর খাবার তৈরি করার অপরাধে ভোক্তা আইন ২০০৯ সালের ৫৩ ধারা মোতাবেক মুজাহিদ ফুডের মালিক মোজাফফর হোসেনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। মুজাহিদ ফুডের স্বত্বাধিকারী মোজাফফর হোসেন তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন বলে জানা গেছে।