আসমানখালী প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক হওয়ায় নঈম হাসান জোয়ার্দ্দারকে স্বাগত জানিয়ে মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা জানানো অব্যাহত রয়েছে। গতকাল শনিবার বেলা ৪টার দিকে আলমডাঙ্গা উপজেলার বড়গাংনীতে মিষ্টি বিতরণ করা হয়। ইউনিয়ন যুবলীগের উদ্যোগে পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমানকে প্রথম মিষ্টিমুখ করানো হয়। এরপর বড়গাংনী মোড়ে মিষ্টি বিতরণ করেন নঈম হাসান জোয়ার্দ্দারের কর্মী-সমর্থকরা। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি রোকনুজ্জামান টোকন, কামরুজ্জামান রিপন, কাজল আহমেদ, ইয়ামিন আলম, মিল্টন আহমেদ, কামাল হোসেন, মাসুদ রানা, তুষার, শওকত, জমসেদ, বাবু, আলকামা, ঠোকন, মুজাফর, রতন, আকাশ, রাজু, নয়ন, সজিব, লতিফ, লিখন, পিকলু, জীবন, তারিখ, নুর আলম, নাইম, ইব্রাহিম রাশিবুল শান্তি প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন যুবলীগ নেতা সুজন আহমেদ সোজা।
এছাড়া ভাংবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে নঈম হাসান জোয়ার্দ্দারের হাতে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেনসহ সুলতান, শাহিবুল ইসলাম, রুহুল, রহিজ উদ্দীন, সবুজ, জজ, মহিদুল, আলমগীর, আবু বিশ্বাস, মাসুম, চঞ্চল, রাজু, আশিক, ছনি, আনোয়ার, মাসুম, টগর প্রমুখ।