স্টাফ রিপোর্টার: খুলনায় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার সকালে র্যাব-৬ এর সদস্যরা নগরীর খালিশপুর দৌলতপুর ও চিত্রালীসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- নগরীর খালিশপুরের কাশিপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম, হাবিবুর রহমানের ছেলে নাইমুর রহমান, রফিকুল ইসলামের ছেলে সাব্বির হোসেন, সবুর খানের ছেলে সাব্বির হোসেন, পাবলার আনোয়ারুলের ছেলে সাকিব হোসেন, মারিফুলের ছেলে মোনায়েম সাহরিয়া রাফি, হরিশেবকের ছেলে চয়ন রায়, যশোরের কোতয়ালির মৃত মোরশেদের ছেলে ইব্রাহিম আল নাঈম এবং পিরোজপুর নাজিরপুর উপজেলার সাত্তার মল্লিকের ছেলে সাজিদ।