চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের উদ্যোগে যুবলীগের সংবর্ধনায় আওয়ামী লীগের সহসভাপতি আসাদুল হক বিশ্বাস
স্টাফ রিপোর্টার: ‘আওয়ামী লীগ কারো একার দল নয়, এটি জনগণের দল। যারা ত্যাগী নেতাদের বাদ দিয়ে দল চালানোর চেষ্টা করছে, জনগণ তাদের দাঁত ভাঙা জবাব দিচ্ছে।’ গতকাল চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের উদ্যোগে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্মআহ্বায়ক জিল্লুর রহমানসহ কমিটির সদস্যগণের স্বাগত জানাতে গিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন আয়োজনের প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আসাদুল হক বিশ্বাস। তিনি আরও বলেন, সামনে সংসদ নির্বাচন তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ কাজে বিশ্বাসী।
গত ৬ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গতকাল যুগ্মআহ্বায়ক জিল্লুর রহমান ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করতে নেতাকর্মীরা বদরগঞ্জ দশমাইল বাজারে জমায়েত হন। বিকেল সাড়ে ৪টার দিকে যুগ্মআহ্বায়ক ও ১ম সদস্য চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুসহ অন্যরা ঢাকা থেকে সেখানে পৌঁছুলে নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করেন। এরপর দলীয় স্লোগানে জিল্লুর রহমান ও সদস্যদের মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে নেতা-কর্মীরা জেলা শহরে ফেরেন। এরপর জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ তথা পুরো শহর প্রদক্ষিণ শেষে শহীদ হাসান চত্বরের মুক্তমঞ্চে আলোচনাসভায় মিলিত হয়।
যুগ্মআহ্বায়ক জিল্লুর রহমান তার সংক্ষিপ্ত বক্তব্যে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। কোনো কুচক্রী মহলের প্ররোচনায় না পড়ার লক্ষ্যে সকলকে সর্বাত্মক সতর্ক থাকতে বলেন। অনুষ্ঠানের শুরুতে নবগঠিত জেলা যুবলীগ কমিটির যুগ্মআহ্বায়ক জিল্লুর রহমান, সদস্য ওবায়দুর রহমান চৌধুরী জিপু, তসলিম উদ্দিন ফিরোজ, আমজাদ হোসেন সজিব, সাজ্জাদুল ইসলাম স্বপন, আব্দুস সালাম ভুট্টো, ইকবাল হোসেন, শরিফ হোসেন দুদু, মোশাবুল হোসেন লিটন ও সাইদুর রহমান কবীরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়।
এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাড. শফিকুল ইসলাম শফি। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাবেক যুগ্মআহ্বায়ক কৃষকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবীর। উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাহাবুল ইসলাম সেলিম, সাবেক ছাত্রলীগ নেতা মিলন, রাজ্জাক, হাফিজ, বিপ্লব, মাফি, জীবননগর থানা যুবলীগের সভাপতি আব্দুস সালাম ইশা, সাধারণ সম্পাদক খাইরুল বাসার, দামুড়হুদা যুবলীগের সভাপতি ছোট, সাধারণ সম্পাদক হযরত আলী, পৌর কৃষকলীগের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জ্যাকি, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শাহিন বিশ্বাস, সজল, দয়াল, রানা, আরিফ, শাহিন, আক্তার, কামাল, ইসাহাক, ডিউক, বিস্কুটসহ অনেকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাসুদুর রহমান মাসুম এবং সভাপতিত্ব করেন জেলা কৃষক লীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার।