দর্শনা ফুড গোডাইন-ঈশ্বরচন্দ্রপুর সড়কের স’মিলের নিকট ডাকাতি
দর্শনা অফিস: দর্শনা ফুড গোডাইন ঈশ্বরচন্দ্রপুর সড়কের স’মিলের নিকট মুখোশধারী ডাকাতদল তা-ব চালিয়েছে। তা-ব চালিয়ে ডাকাতদল ৩ ভরী স্বর্ণলঙ্কার লুট করে নিয়ে গেছে। মালামাল দিতে দেরি করায় মুকুল নামের এক শিক্ষককে পিটিয়ে আহত করেছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছুলেও কাউকে গ্রেফতার করতে পারেনি।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছোটবলদিয়া গ্রামের সেনাসদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা সামরিক হাসপাতালে মারা যান। স্বজনেরা লাশ নিয়ে বাড়ি ফেরে। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে লাশের গাড়ি থেকে স্বজনদের কয়েকজন নেমে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের দিকে রওনা দেয়। এ সময় তারা ফুড গোড়াইন ঈশ্বরচন্দ্রপুর সড়কের স’মিলের নিকটবর্তী হারুন স্যারের বাড়ি সামনে পৌঁছুলে ৪-৫ জন মুখোশধারী ডাকাতদল তাদের অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় ডাকাতদল ছোটবলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুলকে রামদা’র উল্টোপিট দিয়ে মারপিট করে আহত করে এবং সাথে থাকা মিলির নিকট থেকে ১টি সোনার চেন, একজোড়া কানের দুল ও বিউটি নামের একজনের নিকট থেকে ১টি চেন লুট করে নেয়। ডাকাতদলের কবলে পড়া ব্যক্তিদের চিৎকার চেচামেচিতে ঘটনাস্থলে পৌঁছায় দর্শনা পুলিশ। পুলিশি উপস্থিতি টের পয়ে সটকে পড়ে ডাকাতদল। দর্শনা তদন্তকেন্দ্রের অফিসার ইনচার্জ ইন্সপেক্টর শোনিত কুমার গায়েন বলেন, আমরা দূর থেকে দেখছি ডাকাতদল দা উঁচিয়ে পথচারীদের টানা হেচড়া করছে টর্চলাইট মেরেই দৌড়ে ঘটনাস্থলে পৌঁছে যায়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার সাথে জড়িত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারিনি।