আলমডাঙ্গা কলেজিয়েট স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা
আলমডাঙ্গা ব্যুরো: খেলাধুলা ও সাংস্কৃতি চর্চা শরীর-মনকে স্বাভাবিক বিকাশে সহায়তা করে। লেখাপড়ার একঘেয়েমি রোধ করতে খেলাধুলা ও সংস্কৃতি চর্চা প্রয়োজন। লেখাপড়ার পাশাপাশি ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। খেলাধুলার মাধ্যমেই দেশের পরিচয় তুলে ধরা যায় গোটা বিশ্বে। তাই বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে। আলমডাঙ্গা কলেজিয়েট স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জামসিদুল হক মনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম। এসময় তিনি বলেন, মাদককে না বলতে বেশি বেশি খেলাধুলার প্রয়োজন। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল। শরীর সুস্থ থাকলে মনও সুস্থ থাকে। আমি আলমডাঙ্গার যে কোনো উন্নয়নমুখি কার্যক্রমের সাথে নিজেকে সম্পৃক্ত করতে চাই। পথভ্রষ্ট যুবসমাজকে তোমরা খেলাধুলার মাধ্যমে বিপথ থেকে সুপথে আনার চেষ্টা করছো। আমি তোমাদের এই উদ্যোগের সাথে একাত্মতা ঘোষণা করলাম। ঢাকায় যখন বিপিএল বা অন্যান্য খেলা হয় আমি প্রায় খেলা উপভোগ করে থাকি। আলমডাঙ্গায় খেলাধুলা ও সাংস্কৃতিক পরিমন্ডলকে ঢেলে সাজাতে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম, আলমডাঙ্গা কলেজের প্রভাষক তাপস রশিদ, আলমডাঙ্গা পৌরসভার ৩ নং কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, ৫ নং পৌর কাউন্সিলর আব্দুল গাফফার, খুকসা উপজেলা মৎস্য অফিসার শহিদুর রহমান ফতু, প্রেসক্লাবের সম্পাদক হামিদুল ইসলাম আজম। উপাধ্যক্ষ শামিম রেজার পরিচালনায় উপস্থিত ছিলেন সাংবাদিক প্রশান্ত বিশ্বাস, সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, শিক্ষিক মালেকা আরজুমান ডলি, সুমাইয়া মুক্তা, জুবিরিয়া বেগম, তনিমা আফরিন রুমা, সাবরিনা লাইজু লিমা, সোনিয়া খাতুন ডালিয়া, সোহাগ প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থাপনা করেন শিক্ষার্থী রুদ্র, মারুফ ও মুছাব।