চুয়াডাঙ্গা সাহিত্যচর্চা কেন্দ্র চর্চায়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালন : ব্লগ উদ্ধোধন
স্টাফ রিপোর্টার: ‘শব্দ বিপ্লবে শামিল হই’ এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা সাহিত্যচর্চা কেন্দ্রের চর্চায়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে চুয়াডাঙ্গা সাহিত্যচর্চা কেন্দ্রের উদ্যোগে চুয়াডাঙ্গা শ্রীমন্ত টাউনহলে এ প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা সাহিত্যচর্চা কেন্দ্রের উপপরিচালক জাহিদ নাভেদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। আলোচনাসভার শুরুতেই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বর্ণনা করেন সংগঠনের উপপরিচালক বকুল আহম্মেদ। চুয়াডাঙ্গা সাহিত্যচর্চা কেন্দ্রের পরিচালক রিগ্যান এসকান্দারের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসাক (রাজস্ব) জসিম উদদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগতি লেখক সংঘের সভাপতি আশু বাঙালি, জাতীয় কবিতা পরিষদের সাবেক অর্থবিষয়ক সম্পাদক আব্দুস সাদিক, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি তৌহিদ হোসেন, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনরে সভাপতি ইয়াকুব হোসেন, উদীচী শিল্পীগোষ্ঠীর সেক্রেটারী হাবিবী জহির রায়হান। আলোচনার মাঝে চর্চায়নের ব্লগ উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসাক (রাজস্ব) জসিম উদদীন। উদ্বোধনীর আয়োজকরা জানান এই ব্লগে যে কেউ রেজিস্ট্রেশন করে ব্লগে লেখালেখি করতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন, জাহিদ নাভেদ, আসিফ আনজুম ফিয়াস, বকুল আহমেদ, সম্পাদক মুনসুর ফেরদৌস দীপ্তি, জহির আহমেদ, সুমন ইকবাল, মুতিয়ার রহমান দিপু, চাঁদ সওদাগর দিপু পালন। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন সৈয়দ আবদুস সাদিক, বকুল আহমেদ, সিদ্দিক প্রমাণিক, মতিয়ার রহমান দিপু, মুনমুন ফেরদৌস দীপ্তি, সুমন ইকবাল, জহির আহমেদ ও সুহাসিনী।