জীবননগর ব্যুরো: ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকালে জীবননগর সীমান্ত হতে নারী-পুরুষ ও শিশুসহ ২২ জনকে আটক করেছে খালিশপুরস্থ ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অধীন গয়েশপুর বিওপির সদস্যরা। বৃহস্পতিবার গভীর রাতে জীবননগর উপজেলা সীমান্তের কুলোপাড়া ও গোয়ালপাড়া হতে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের গতকাল শুক্রবার জীবননগর থানায় সোপর্দ করা হলে সন্ধ্যায় পুলিশ তাদেরকে চুয়াডাঙ্গা থানা হাজতে প্রেরণ করে।
থানা সূত্রে জানা যায়, গয়েশপুর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের মেইন পিলারের ৬১/৯-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুলোপাড়া ও ৬৪ মেইন পিলার হতে আনুমানিক দু’কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের পাকারাস্তার ওপর হতে ২২ বাংলাদেশিকে আটক করে। আটককৃতরা এসময় অবৈধভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলো। আটককৃতরা হচ্ছে- খুলনা জেলার দাকোপ উপজেলার সাহেব আলী গাজীর ছেলে আকরাম গাজী (২৭), পলাশ চন্দ্র ম-লের ছেলে নেপাল ম-ল (৩৫), পাইকগাছা উপজেলার আসাদ সর্দারের ছেলে মিজানুর সর্দার (৪৬), কয়রা উপজেলার রফিকুল সর্দারের ছেলে কাইয়ুম সর্দার (২০), ডুমুরিয়া উপজেলার ইসাহক আলী বিশ্বাসের ছেলে জিয়ারুল বিশ্বাস (২৯), তেরখাদা উপজেলার চাঁন মিয়ার ছেলে কিচলু শেখ (৩২), কিচলু শেখের স্ত্রী নুরজাহান বেগম (২৮), ছেলে রিদয় শেখ (১১), মেয়ে বিথী (৫), মৃত মসলেম শেখের ছেলে বোরহান শেখ (৭০), দিঘোলিয়া উপজেলার মৃত সাইফুল শেখের ছেলে আকাশ শেখ (১৯) মাগুরা জেলা সদরের খগেন্দ্র নাথ দাসের ছেলে মহিন্দ্র নাথ দাস (৭৫), কুমিল্লা জেলার মেঘনা উপজেলার ফজলুর রহমানের ছেলে ছানাউল্লাহ (২৭), বাঘেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার আলমের ছেলে আমিন (১৮), মাদারীপুর জেলার শিবচর উপজেলার হালদারের ছেলে রাজু মিয়া (১৯), জাহাঙ্গীর হোসেনের ছেলে দুলাল হোসেন (১৮), মৃত আব্দুল মজিদের ছেলে আবুল হোসেন (২৫), হারুন খানের ছেলে আল আমিন খান (২৭), রাজৈর উপজেলার মৃত শাজাহান মিয়ার ছেলে রফিক মিয়া (৪২), মাদারীপুর জেলা সদরের হায়দার মৃধার ছেলে ইয়ামিন মৃধা (৩০), মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার মৃত হালিম মোল্লার ছেলে রুবেল মোল্লা (২৪) ও লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার নুরুল ইসলামের ছেলে রমজান আলী (২৪)।