স্টাফ রিপোর্টার: জীবননগর এলাকা থেকে গুড়াদুধ উদ্ধার করেছে বিজিবি। গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি জীবননগর রাস্তার ওপর থেকে তারা এ গুড়া দুধ উদ্ধার করে।
প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, চুয়াডাঙ্গা-৬ বিজিবি গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে গোপন সংবাদ ভিত্তিতে জীবননগর এলাকায় অভিযান চালায়। এসময় জীবননগর রাস্তার ওপর থেকে ৫০ কেজি ভারতীয় গুড়াদুধ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। আটককৃত গুড়াদুধ কাস্টমস অফিসে জমা করা হয়েছে।