স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার সিনেমা হল রোডে মেয়াদোত্তীর্ণ মালামাল রাখার অপরাধে দোকানিকে জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতে তাকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার সিনেমা হলপাড়ার বিপুল স্টোরের মালিক মৃত নিজাম উদ্দীনের ছেলে বখতিয়ার। তার দোকানে মেয়াদোত্তীর্ণ রাঁধুনী গুড়া মসলা ও সেমাই রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তার। এ সময় উপস্থিত ছিলেন ২৬ আনসার ব্যাটালিয়ন ও জেলা পুলিশের সদস্যরা।