দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলার দর্শনা গোপালখালী শশ্মানঘাটে ১৩ তম কালিপূজা উৎসব পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। গতকাল রাত ১১টার দিকে তিনি পরিদর্শন করেন। এ সময় এমপি টগর হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীসহ সকলের সাথে কুশল বিনিময় করেন এবং সার্বিক খোঁজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, পূজা উদযাপন কমিটির আহ্বায়ক উত্তম কুমার দেবনাথ, সদস্য সচিব অনন্ত শানতারা (মঙ্গল), সাবেক সভাপতি সুধির কুমার শানতারা। অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার দুলাল চন্দ্র দে, শিক্ষক নেতা স্বরূপ দাস, প্রভাষক মিল্টন কুমার, অবনি মোহন সান্তারা, বিকাশ দত্ত, মৃনাল কান্তি, যাদব, অনন্ত কুমার প্রমুখ।