আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ সন্ধ্যায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকব্যবসায়ী তোতাকে আটক করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রেলস্টেশন রোড থেকে মাদক বিক্রিকালে তোতাকে আটক করা হয়।
জানা গেছে, উপজেলার দুর্লভপুর গ্রামের মৃত আনসার আলীর ছেলে জাহিদুল ইসলাম তোতা দীর্ঘ ৭ বছর আলমডাঙ্গা রেলস্টেশনপাড়ার খোকনের বাড়িতে ভাড়া থেকে মাদক ব্যবসা করে আসছে। গত দুই তিন বছর সে রেলস্টেশন রোডে একটি গার্মেন্টসের দোকান দিয়েছে। বর্তমানে সেখানে বসেই মাদকব্যবসা চালাচ্ছে সে। গতকাল শুক্রবার সন্ধ্যার পর আলমডাঙ্গা থানার এসআই একরামুল, এসআই সাখাওয়াত, এএসআই মোস্তফা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাদক বিক্রিকালে তোতাকে আটক করে। এর আগে ১৭ সালের ৩ ডিসেম্বর তোতাকে ২৫ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। তোতা জেল থেকে বাড়ি ফিরে আবারও ইয়াবা, হেরোইন, ফেনসিডিল বিক্রি চালু করেছে বলে আলমডাঙ্গা থানা পুলিশের নিকট তথ্য রয়েছে।