আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ মাদকসেবীকে আটক করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে উপজেলার আইলহাঁস গ্রামের মৃত বিশারত ম-লের ছেলে আব্দুল জলিল, শিশিরদাড়ি গ্রামের এনামুল হকের ছেলে তুষার আহম্মেদ, একই গ্রামের আজিজুল হকের ছেলে রিপন ও আইলহাঁস গ্রামের আজিজুল হকের ছেলে চতুর আলীকে আটক করে। আটক ৪ জনই এলাকার চিহ্নিত মাদকসেবী বলে পুলিশ জানিয়েছে।