সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাজারের হাসপাতাল সড়কের ব্র্যাক সরোজগঞ্জ শাখার গেট থেকে অভিনব কায়দায় বাইসাইকেল চুরির ঘটনা ঘটেছে। যমুনা শোরুমের সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজে চোর শনাক্ত। জানা গেছে, গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা সদরের আসানন্দপুর গ্রামের মাসুদ আলী ব্র্যাক সরোজগঞ্জ শাখা গেটে তার বাইসাইকেলটি রেখে বাজার করতে যান। ২০মিনিট পর বাজার থেকে ফিরে এসে দেখতে পান তার বাইসাইকেলটি নেই। এসময় চুরির বিষয়টি জানাজানি হলে যমুনা শোরুমের মালিক আনোয়ার হোসেন নিজ উদ্যোগে তার সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও চেক করে চোর শনাক্ত করেন।
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর কুতুবপুর ইউনিয়ন পরিষদ থেকে একটি আলমসাধু চুরি হয়। ইউনিয়ন পরিষদের সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরাই আলমসাধুটি উদ্ধার করা সম্ভব হয়। এলাকাবাসীর দাবি সরোজগঞ্জ বাজার চুয়াডাঙ্গা জেলার একটা অন্যতম বাজার। এ বাজারে চুরিসহ বিভিন্ন প্রকার অপরাধ ঠেকাতে সিসি ক্যামেরার আওতায় আনা প্রয়োজন।