হাটবোয়ালিয়া প্রতিনিধি: রাইসমিলের ফিতা ছিড়ে ফিতার নাট বিঁধে চোখ হারালেন আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়ার যুবক মিন্টু।
জানা গেছে, হাটবোয়ালিয়া গ্রামের ফারুক হোসেনের ছেলে মিন্টু একই গ্রামের দেলোয়ার হোসেনের রাইসমিলের শ্রমিক। অন্যান্য দিনের মতো গতকাল বৃহস্পতিবার সকালে মিন্টু ওই রাইসমিলে কাজ করতে যায়। বেলা দেড়টার দিকে আকস্মিকভাবে রাইসমিলের ফিতা ছিড়ে যায়। ফিতার বাড়িতে একটি নাট খুলে ছিটকে মিন্টুর ডান চোখে লাগে। তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাক্তার এমএ মান্নান তার চোখের ভেতর বিঁধে থাকা নাটটি বের করেন। গতকাল বৃহস্পতিবার রাতে তাকে ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রেফার করা হয়েছে।