মুজিবনগর প্রতিনিধি: গুড নেইবারস্ মেহেরপুর সিডিপি’র আয়োজনে বাল্যবিয়ে প্রতিরোধ সচেতনামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গুড নেইবারস্ মেহেরপুর সিডিপি’র (মুজিবনগর) অফিস প্রাঙ্গনে ওই সভা অনুষ্ঠিত হয়। গুড নেইবারস্ মেহেরপুর সিডিপি’র প্রজেক্ট ম্যানেজার সিমান্ত চিসিম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার তাজুল ইসলাম ও ইউপি সদস্য মি. শংকর বিশ্বাস। বক্তব্য রাখেন সিডিসি’র সভাপতি রেহেনা খাতুন, শিশু পরিষদের সভাপতি কবিতা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে গুড নেইবারস স্পন্সারশীপ প্রোগামের সুবিধাভোগী শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও পুষ্টিকর খাবার এবং ৪০জন মায়েদের মাঝে ১শ’ ৬০টি ছাগল বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ই.পি অফিসার ঝর্ণা খাতুন।