মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার কোমরপুর ক্যাম্প পুলিশ চুরি যাওয়ার ১২ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলটি উদ্ধার করেছে। এ ঘটনায় মুজিবনগর থানায় একটি মামলা হয়েছে। চুরির সাথে জড়িত ২ চোরকে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ আটক করা হয়েছে। আটক দু’চোরকে জেলহাজতে পাঠানো হয়েছে। মোটরসাইকেল চুরির ঘটনাটি ঘটেছে গত বুধবার বেলা ১২টার দিকে মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের আনছার মেম্বারের আম বাগান এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের দবিরউদ্দিনের ছেলে আব্দুস সালাম কোমরপুর গ্রামের আনছার মেম্বারের আম বাগানের মধ্যে নিজের বাজাজ সিরিজের একটি অন টেস্ট ১২৫ সিসি ডিসকভারী মোটরসাইকেল রেখে ক্ষেতে যান। তিনি দূর থেকে দেখতে পান তালা ভেঙে চোর তার মোটরসাইকেটটি চুরি করে নিয়ে যাচ্ছে। ওই সময় তার চিৎকারে লোকজন ছুটে যায়। এর মধ্যে একজন চোর তার মোটরসাইকেলটি নিয়ে সটকে পড়ে। তবে স্টার্ট না হওয়ায় নিজেদের মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যেতে ব্যর্থ দু’যুবককে আটক করে স্থানীয় কোমরপুর ক্যাম্প পুলিশে দেয় জনতা। আটক ২জন তাদের পরিচয় দিতে গিয়ে জানায়, তাদের একজন চুয়াডাঙ্গা জেলা সদরের আকন্দবাড়িয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে শরিফুল সজল ও অপরজন আলুকদিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে শাওন হাসান। তারা আরও জানায়, মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়া যুবকের নাম মুন্না। সে চুয়াডাঙ্গা সদর উপজেলার রাজাপুর গ্রামের মুক্তার আলীর ছেলে। এ ঘটনায় মোটরসাইকেল মালিক আব্দুস সালাম বাদী হয়ে গত বুধবার মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। মুজিবনগর থানার ওসি মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় কোমরপুর ক্যাম্প ইনচার্জ দেবাশিষকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধারের দায়িত্ব দেয়া হয়। ক্যাম্প ইনচার্জ দেবাশিষ গত বুধবার দিনগত রাত দেড়টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর এলাকার একটি আমবাগান থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে মুজিবনগর থানায় নেন। তিনি আরও জানান, আটক দু’যুবককে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া পলাতক মুন্নাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।