চুয়াডাঙ্গা জেলা যুবলীগের নবগঠিত কমিটির আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারকে সংবর্ধনা
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা যুবলীগের নবগঠিত কমিটির আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বৃস্পতিবার কয়েকটি সংগঠন তাকে সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এখন সারাবিশ্বের কাছে এক রোল মডেল। যুবলীগ শেখ হাসিনার আদর্শের রাজনীতি বিকশিত করতে কাজ করছে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা শুধু বাংলাদেশ নয়, সারাবিশ্বে শান্তি প্রক্রিয়া নিয়ে কাজ করছেন। তিনি বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়ন কর্মকা-কে ত্বরান্বিত করে ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রের কাতারে নিয়ে যেতে দক্ষ ও আলোকিত যুবসমাজের কোনো বিকল্প নেই। নঈম হাসান জোয়ার্দ্দার আরও বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে দেশকে আধুনিকভাবে গড়তে যুবলীগের যুবলীগের নেতাকর্মীদের নির্দেশ দেন।
চুয়াডাঙ্গা ভিশন ক্যাবল নেটওয়ার্কের আয়োজনে সংবর্ধনা দেয়া হয় জেলা যুবলীগের নবগঠিত কমিটির আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারকে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চেম্বার অব কমার্স ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন আহসান কায়েস সুমন। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের নবগঠিত কমিটির আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহমেদ হাসানুজ্জামান মানিক, আসাদুজ্জামান টারজান, জাহিদ, রওশন, স্বপন জোয়ার্দ্দার, শেখ সেলিম, আজিজুল হক, ফারুক, বাবু, মাহবুল, লিপ্টন, জিল্লু, সজল, মানিক, দুলু, মিজান, ডানিস ও শাকিল। অনুষ্ঠান পরিচালনা করেন আক্তারুজ্জামান।
এদিকে জেলা ছাত্রলীগ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের নবগঠিত আহ্বায়ক জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারকে ফুলের শুভেচ্ছা দেয়া হয়েছে। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের নির্দেশে ছাত্রলীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. শাহাবুল হোসেন, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক সহ-সম্পাদক বাপ্পি, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক রিমন হোসেন, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগ সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, সাবেক সদস্য খালিদ মাহামুদ, কলেজ ছাত্রলীগ নেতা তানভির আহম্মেদ সোহেল, জিম, রিগান, অয়ন হাসান জোয়ার্দ্দার, বিত্ত, পাভেল, লোসন, হারুন, মন্টা, মিন্টু, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, সদর থানা ছাত্রলীগের রেদওয়ান আহম্মেদ রানা প্রমুখ।
মুন্সিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের নবগঠিত আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আলমডাঙ্গার জেহালা ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন নবগঠিত নির্বাচিত যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারকে সংবর্ধনা দিয়েছে। উপস্থিত ছিলেন জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, হাসানুজ্জামান হান্নান, আওয়ামী লীগ নেতা লাবলু চৌধুরী, আবু তাহের, সিদ্দিক হোসেন, আলম, কালাম, নজরুল মেম্বার, তরিকুল, মতিন মেম্বার, জনি মেম্বার, হাসিবুল মেম্বার, বাবু, ইউনিয়ন যুবলীগের সভাপতি শিলন, সাংগঠনিক সম্পাদক বকুল, যুবলীগ নেতা মিনারুল, লিপন, চন্দু, রিপন, সাহাদৎ, ছাত্রলীগ নেতা রাজা সাদ্দাম প্রমুখ।