দামুড়হুদা আ.ওদুদ শাহ ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে এমপি আলী আজগার টগর
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণি, বিএম, ডিগ্রি ও অনার্স ১ম বর্ষের ছাত্র ছাত্রীদের বরণ, অভিভাবক সমাবেশ এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে কলেজ চত্ত্বরে আলোচনাসভার আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাতে এদেশ মালয়েশিয়া হতে খুব একটা বেশি সময় লাগবে না। এ সরকার ক্ষমতায় আসার পর পায়রা বন্দর, উড়াল সেতু, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হয়েছে। পদ্মাসেতুর নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এছাড়া কৃষি, স্বাস্থ্য, শিক্ষাসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। আপনারা আরও একবার নৌকায় ভোট দিন। দেখবেন বাংলাদেশের আর কাউকেই কাজের জন্য বিদেশ যাওয়া লাগবে না। উল্টো বিদেশ থেকে এদেশে লোক আসবে কাজের জন্য। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, যে সমস্ত ছাত্র-ছাত্রীরা নিয়মিত ক্লাস করে তারা এপ্লাস না পেলেও কেউ ফেল করবে না। তোমাদের জন্য ড্রেসকোর্ডসহ ডিজিটাল হাজিরার ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়া ছাত্র-ছাত্রীদের যেনো অহেতুক বাইরে যেতে না হয় সে জন্য কলেজ চত্ত্বরেই ক্যান্টিন তৈরি করে দেয়া হবে। তোমরা বাবা-মাকে ফাঁকি দিওনা একসময় তুমিও ফাঁকে পড়বে। তখন বুঝেও আর কিছু করার থাকবে না। তিনি জামায়াত-বিএনপির উদ্দেশ্যে বলেন, এ সরকারের আমলে দেশের মানুষ অনেক ভালো আছে, শান্তিতে আছে। অহেতুক অরজকতা সৃষ্টি করে দেশকে পিছিয়ে দেয়ার চেষ্টা করবেন না। তিনি উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলকে আবারও নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান। প্রভাষক মিল্টন কুমার সাহা ও মরিয়ম মারুর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ঝন্টু, উপাধ্যক্ষ জিন্নাত আলী, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্মস¤পাদক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, সাংগঠনিক স¤পাদক সিরাজুল ইসলাম, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজি বদর উদ্দীন, উপজেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান, উপসহকারী প্রকৌশলী (দূর্যোগ) নুরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নূরনবী, কলেজ গভর্নিং বডির সদস্য সহিদুল ইসলাম, আশরাফুল আলম, ইমতিয়াজ হোসেন, মসলেম আলী মালিথা, আব্দুল জব্বার, হাজি আহম্মদ আলী মাস্টার, আ.লীগ নেতা মোখলেছুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু প্রমূখ। আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি এমপি আলী আজগার টগর। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রভাষক মিজানুর রহমান, শরীফুল ইসলাম মিঠু, মেহেদী রেজা, নূরকুতুব ও ক্রীড়া শিক্ষক বশীর আহমেদ।