বদরগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার ভুলটিয়ায় স্কুলছাত্রীর নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যানের কাছে ছাত্রীর অভিভাবকরা এ অভিযোগ করেন।
গ্রামসূত্রে জানা গেছে, চুুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউপি ভুলটিয়া গ্রামের এক স্কুলছাত্রীর সাথে সরোজগঞ্জের জিসান নামের এক ছেলে প্রেমজ সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে একে অপরের সাথে শারীরিক সম্পর্কে গড়ে তোলে। জিসান কৌশলে তার মোবাইলের ক্যামেরায় ছাত্রীর নগ্ন ছবি তোলে। সম্প্রতি চুয়াডাঙ্গার ভুলটিয়ার ওই ছাত্রীর একই গ্রামের এক ছেলের সাথে বিয়ে হয়। এ খবর জানার পর জিসান ছাত্রীর প্রতি ক্ষিপ্ত হয়ে ফেসবুকের অচিন পাখি নামের আইডিতে ছাত্রীর নগ্ন ছবি পোস্ট করে। এরপর ছড়িয়ে যায় এলাকায় ছাত্রীর নগ্ন ছবির দৃশ্য। শুরু হয় এলাকায় সমালোচনা-আলোচনা। এরপর স্বামী সংসার থেকে বিতাড়িত হয় স্কুলছাত্রী। এ বিষয়ে মেয়েটির অভিভাবকরা গতকাল বৃহস্পতিবার কুতুবপুর ইউপি চেয়ারম্যানের কাছে জিসানের বিরুদ্ধে একটি অভিযোগ করেছে। ইউপি চেয়ারম্যান আলি আহমেদ হাসানুজ্জামান অভিযোগের সত্যতা স্বীকার করেছেন।