মেহেরপুরে দু’টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ
মেহেরপুর অফিস: মেহেরপুর-মহাজনপুর সড়কে দু’টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহত ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। নিহত রুস্তম আলীর লাশ পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকেল ৪টার দিকে মেহেরপুর-মুজিবনগর সড়কের আমঝুপি ইউনিয়নের হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বিকেল ৪ টার দিকে মেহেরপুর মুজিবনগর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলার মোনাখালী গ্রামের মৃত দাউদ হোসেনের ছেলে রুস্তম মোল্লা (৬৫) কোলা গ্রামের এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। একই সময় মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামের হাসমত আলী, সোলেমান হোসেন ও শাহ আলম মোটর সাইকেলযোগে কোলা গ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের কাছে উভয়ে পৌঁঁছুলে মোটরসাইকেল দু’টির মুখোমুখি সংঘর্ষে ৪ জনই মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রুস্তম আলীর মৃত্যু হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
মেহেরপুর সদর থানার এসআই রফিক জানান, ক্ষতিগ্রস্ত মোটর সাইকেল দু’টি থানায় রাখা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, নিহত রুস্তম আলীর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। খবর পেয়ে এদিন বিকেলেই মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন হাসপাতালে ছুটে যান এবং নিহত রুস্তম আলীর আত্মার মাগফেরাত কামনা করেন ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।